রোদচশমা বা সানগ্লাস কেন শিশুদের জন্য জরুরী?জানুন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৯, ২০২২

বড়দের চোখে সানগ্লাস তথা রোদচশমা বেশি দেখা গেলেও মূলত এটা ছোটদের জন্যই বেশী জরুরী। কেন ছোটদের সানগ্লাস লাগবে? চলুন জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের গ্লেনমোর ভিশন সেন্টারে চোখ গবেষকরা কি বললেন-

১. শিশুদের চোখে সূর্যের অতিবেগুনি রশ্মি বড়দের তুলনায় ৭০ শতাংশ বেশি প্রবেশ করতে পারে। ফলে শিশুদের চোখ বেশি ঝুঁকিতে থাকে। এজন্য কড়া রোদে তাদের অবশ্যই সানগ্লাস পরা উচিত

আরো পড়ুনঃ মাত্র তিন উপকরণে বানিয়ে ফেলুন স্প্যানিশ অমলেট

২. শিশুরা বাইরে সময় কাটাতে বেশি পছন্দ করে। এমনকি তারা মজা করে হলেও অনেক সময় সরাসরি সূর্যের দিকে তাকায়। জীবনের প্রথম বিশ বছর সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখ ও ত্বকে বেশি প্রবেশ করলে তা দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ হতে পারে।

৩. অতিবেগুনি রশ্মির ক্ষতি ধীরে ধীরে বাড়ে। রোদে পোড়া ত্বকের মতো এ রশ্মির ক্ষতি সরাসরি বোঝা যায় না। তাই কড়া রোদ থেকে সতর্ক থাকতে হবে আগেই।

আরো পড়ুনঃ কেউ মানসিকভাবে দুর্বল নয়; পরিস্থিতি আমাদের বাধ্য করে।

৪. শিশুদের চোখ বড়দের তুলনায় সূর্যের আলোর প্রতি বেশি সংবেদনশীল। সানগ্লাস আলোটাকে সহনীয় মাত্রায় নিয়ে আসে। তবে এক্ষেত্রে ভালো মানের সানগ্লাস‌ই পড়তে হবে।

৫. ছোটবেলা সানগ্লাস পড়ানো হলে বড় হতে হতে তার অভ্যাসে পরিণত হবে। ফ্যাশন এর চেয়ে চোখের জন্য বরং এটি বেশি দরকার।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment