আপনার চুলে ভলিউম নিয়ে আসবেন যেভাবে !

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • নভেম্বর ৪, ২০১৭

নিজেকে অন্যভাবে সাজিয়ে তুলতে সবাই চায়। ত্বকের পাশাপাশি চুলেও নিয়ে আসতে চায় নতুন কোনো স্টাইল। অনেকেই চুলে ভলিউম আনতে চান।  ঘন চুলে ভলিউম খুব সহজেই নিয়ে আসা যায় , বিপত্তি ঘটে পাতলা চুলে। কিছু নিয়ম মেনে চললে পাতলা চুলেও ভলিউম নিয়ে আসা যায়। নিয়নগুলো একটু দেখে নিন।

  • চুলের কাটে নিয়ে আসতে পারেন পরিবর্তন ! চুলে শর্ট লেয়ার অথবা ভলিউম লেয়ার কাট দিতে পারেন তাতে চুলকে ঘন দেখতে সাহায্য করবে। চুলে ভলিউম আনতে টেসিং অর্থাৎ চিরুনি দিয়ে চুল ফোলানো বাদ দিন। কারণ টেসিং করতে যেয়ে চুল আরো ভেঙ্গে যায়।
  • চুলে ভলিউম নিয়ে আসতে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু। ড্রাই শ্যাম্পু চুলের গোড়া থেকে বাড়তি তেল দূর করে, চুলের গোড়ায় ভলিউমের সৃষ্টি করে।  ড্রাই শ্যাম্পু না থাকলে একটু বেবি পাউডার চুলের গোড়ায় ব্যবহার করে ভালোমতো চুল আঁচড়ে নিন, যাতে বাড়তি পাউডার ঝরে যায়। এতে দ্রুত চুল ভলিউম হবে।
  • চুল পাতলা হলে মাথায় সিঁথি কাটলে দেখতে খারাপ লাগে। গাঢ় ছাই আইশ্যাডো ছোট একটা ব্রাশে নিয়ে সিঁথির ওপর ও পাশে লাগিয়ে নিন। এতে সিঁথি দেখতে বাজে লাগবে না; বরং দেখে মনে হবে, মাথায় অনেক চুল আছে।
  • চুলে প্রাকৃতিক ভলিউম পেতে সপ্তাহে এক দিন নারিকেল বা অলিভ অয়েলের সঙ্গে ক্যাস্টর অয়েল ৩:১ অনুপাতে মিশিয়ে কুসুম গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে নিন।
  • ঘুমানোর আগে মাথার ওপর গোল করে অর্থাৎ টুপির মত একটা ব্যান্ড বেঁধে রাখুন। সকালবেলা চুল খুললে অনেক ঘন মনে হবে।
  • নিয়মিত চুলের আগা কাটবেন। চুলের আগা নিয়মিত না কাটলে দেখতে একটা সময় লেজের মতো লাগবে। এতে চুল অল্প মনে হয়। নিয়মিত শ্যাম্পু করবেন । মাথার স্ক্যাল্প যেন তেলতেলে না হয়। কারণ চুলের গোড়ার তেল চুলের ভলিউম কমায়।

 

ভিডিওটি দেখুন :

 

তথ্য , ভিডিও এবং ছবি : গুগল

Leave a Comment