জেনে নিন কুর্তির প্রকারভেদ এবং ডিজাইন সম্পর্কে

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ২২, ২০১৭

নিজেকে নুতন ভাবে সাজাতে সবাই পছন্দ করে। নিজেকে সাজানোর মধ্যে পোশাকের বিশাল অবদান রয়েছে।  বিভিন্ন পোশাকের মধ্যে বর্তমানে তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে কুর্তি। গরমে কি শীতে কুর্তিতে আপনি সবসময় মানিয়ে যাবেন। জেনে নিন হাল ফ্যাশনের কিছু কুর্তি সম্পর্কে। 

আনারকলি :

ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশ্রনে তৈরী এই কুর্তিতে আপনি আপনার সৌন্দর্যকে দারুন ভাবে প্রকাশ করতে পারবেন। বাড়ির কোন অনুষ্ঠানে বা বাহিরের কোনো অনুষ্ঠানে কিংবা বন্ধুদের সাথে পার্টিতে, নিজেকে সাজিয়ে তোলুন আনারকলি কুর্তিতে। 

আরো পড়ুনঃ চেহারায় তারুণ্য ধরে রাখুন বয়স চল্লিশ হওয়ার পরও, শিখে নিন ৫ উপায়!

টেইল কাট :

আপনি যদি নিজেকে ওয়েস্টার্ন লুকে ফুটিয়ে তুলতে চান, তাহলে টেইল কাট কুর্তি আপনার জন্য। এই কুর্তিটি সাজানো হয়  সামনের দিকটি শর্ট ও পিছনের দিকে লম্বা করে। 

অঙ্গরাখা কুর্তি :

এই কুর্তিটিকে পুরানো দিনের টিউনিকের স্টাইলে বানানো হয়। অঙ্গরাখা কুর্তি আপনার মাঝে ট্র্যাডিশনাল লুকস্ ফুটিয়ে তুলবে। 

আরো পড়ুনঃ ধনুরাসন আপনার শ্বাসকষ্ট কমাবে !

ফ্লারেড কুর্তি :

এই কুর্তি পরে আপনি যেখানেই যাবেন, সবার নজর থাকবে আপনার দিকে। এই কুর্তিতে আপনার সৌন্দর্যের পাশাপাশি, আপনার আভিজাত্যের রূপও প্রকাশ পাবে। 

ট্রাইল কাট :

ট্রাইল কাট কুর্তি আপনাকে আকর্ষণীয় করে তুলবে। এই কুর্তির উপরের দিকটা প্রিন্টেড ও নীচের দিকটা এক কালারের হয়ে থাকে। 

এ-লাইন কুর্তি :

এ-লাইন কুর্তি সাধারণত অল্পবয়সিদের খুব সুন্দর মানিয়ে যায়। হাঁটু বা গোড়ালি পর্যন্ত লম্বা এই কুর্তিতে আপনি নিজেকে যেকোনও পার্টিতে সুন্দরভাবে উপস্থানপন করতে পারবেন। 

লম্বা স্ট্রেইট :

লম্বা স্ট্রেইট কুর্তি পা পর্যন্ত লম্বা হয় এবং এই কুর্তি স্লিভলেস হলেই  ভালো মানায়। আপনি ইচ্ছে করলে স্লিভলেস নাও রাখতে পারেন। 

প্রিন্টেট কুর্তি :

প্রিন্টেট কুর্তিতে আপনাকে বাড়তি কোনো সাজ দিতে হবে না। বিভিন্ন রঙের খেলাই যথেষ্ট আপনাকে সুন্দর সাজে তুলে ধরার জন্য।

শার্ট স্টাইল :

ভারতীয় কুর্তি ও ওয়েস্টার্ন শার্টের সংমিশ্রনে তৈরী এই কুর্তি আপনাকে দেবে স্মার্ট লুক। অফিস বা পার্টি, যে কোনও অনুষ্ঠানেও আপনি এই পোশাকে পরতে পারেন। 

কাফতান স্টাইল :

কাফতান স্টাইল সাধারণত ওয়েস্টার্ন স্টাইলের কুর্তি।  এই কুর্তি পার্টির জন্য একদম পারফেক্ট। 
 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment