কাপড় থেকে মেহেদির দাগ দূর করার উপায় কি ?
- ওমেন্সকর্নার ডেস্ক
- ডিসেম্বর ২৩, ২০১৭
অনেক সময়ই হাতে মেহেদি লাগানোর সময় কাপড়ে লেগে যেয়ে দাগ বসে যায়। এই দাগ কাপড় থেকে উঠানো নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই। এবার আপনার দুঃশ্চিন্তা শেষ হবে। এ রকম হলে দাগ লাগা অংশটি গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সাবান দিয়ে ধুয়ে ফেললে অনেক সময় দাগ চলে যায়। নতুবা বাজারে কাপড়ের কঠিন দাগ তোলার নানা রকম রাসায়নিক পাওয়া যায়, তা ব্যবহার করা যেতে পারে। লেবুও অনেক দাগ তুলতে সহায়তা করে।
তথ্য এবং ছবি : গুগল