কোন রঙের লিপস্টিকে আপনি কেমন !

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ২৫, ২০১৭

লিপস্টিক বাছাই করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে কোন রঙ আপনার সাথে মানানসই ! উজ্জ্বল-শ্যামলা ত্বকের মেয়েদের গাঢ় যেকোনো রঙেই ভালো মানিয়ে যায়। রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল মনে করেন, "লিপস্টিক মানাসইয়ের ক্ষেত্রে গায়ের রঙের চেয়ে বড় বিষয় হলো স্বাচ্ছন্দ্য। আত্মবিশ্বাস থাকলে গায়ের রং কোনো বিষয় নয়। তবে চাপা রঙের ত্বকে বাদামি, পিচ, বারগেন্ডি, চেস্টনাট রং ও গোলাপি রঙের শেডগুলো সবচেয়ে ভালো মানায়। "

দিন-রাতের হিসাবে আপনাকে লিপস্টিকের শেড বদলাতে হবে। দিনে তুলনামূলক উজ্জ্বল রং যেমন—পিচ, গোলাপি, কমলা, বাদামির ভেতরে গাঢ় শেডগুলো বেছে নিন। রাতের জন্য কালচে খয়েরি, কালচে বেগুনি, বারগেন্ডি, লালসহ যতটা সম্ভব ডার্ক বোল্ড রংগুলো ব্যবহার করুন। সাজগোজ, পোশাক-আশাকের সঙ্গেও মানিয়ে নিন লিপস্টিক। জাকজমক পোশাক, ভারী চোখ, গাঢ় শেডের লিপস্টিক একসঙ্গে রাতের পার্টিতে মানিয়ে গেলেও অন্যান্য সময়ে হিজিবিজি লাগে। তাই সাজ-পোশাকের সঙ্গে মানিয়েই বেছে নিন ঠোঁটের রং।

তথ্য ও ছবি : গুগল 
 

Leave a Comment