ঠোঁটের  লিপস্টিক দীর্ঘস্থায়ী করার কিছু উপায় 

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ২৫, ২০১৭

সাধারণ কিছু কৌশল জানা থাকলে ঠোঁটের লিপস্টিক দীর্ঘস্থায়ী করা যাবে সহজেই। একটি টিস্যু পেপার তিন টুকরা করে নিন। মেকআপের শুরুর দিকে ঠোঁটে লিপবাম বা চ্যাপস্টিক লাগান। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে টিস্যু পেপার চেপে ধরুন। তাতে বাড়তি লিপবাম টিস্যুতে চলে যাবে। এখন লিপলাইনার দিয়ে পুরো ঠোঁট লাইন করে ভরাট করে নিন। আবার টিস্যু চেপে বাড়তি লিপলাইনারের  রং মুছে নিন। এখন লিপস্টিক লাগিয়ে নিন পুরো ঠোঁটে।  ঠোঁটের ওপর একটুকরা টিস্যু ধরে মেকআপ ব্রাশ বা আঙুলের সাহায্যে টিস্যুর ওপর ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। এতে লিপস্টিক ঠোঁটে সেট হয়ে যাবে। সবশেষে আরেকবার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিন।  

যেমন যত্ন করে লিপস্টিক লাগাবেন, ঠিক তেমনিভাবে যত্ন করে লিপস্টিক তুলে নিতে হবে। লিপস্টিক তোলার জন্য যে ক্লিনজার পাওয়া যায়, আপনি চাইলে সেসব ব্যবহার করতে পারেন। পেট্রোলিয়াম জেলি বা বেবি অয়েলও ব্যবহার করতে পারেন। প্রথমে টিস্যু দিয়ে চেপে লিপস্টিক মুছে ফেলুন। তারপর পেট্রোলিয়াম জেলি বা বেবি অয়েল লাগান। আঙুল দিয়ে হালকাভাবে ঘষে টিস্যু দিয়ে মুছে নিন। প্রয়োজনে এই পদ্ধতি আবার করুন। সবশেষে ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে লিপবাম লাগান। আপনার আর ঠোঁট কালো হবার কোনো ভয় থাকবে না। 

Leave a Comment