ত্বক উজ্জ্বল করবে কফির স্ক্রাব

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৯, ২০২২

বলিরেখা হীন মসৃণ ত্বক পেতে কফির স্ক্রাব ব্যবহার করতে পারেন। এটি ত্বকের মরা চামড়া দূর করে জৌলুস বাড়াতেও অতুলনীয়। আসুন জেনে নেই...

- আধা কাপ কফি, ১/৪ কাপ নারকেল তেল, আধা কাপ চিনি, ১ চা চামচ দারুচিনি গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখ বন্ধ বয়ামে রেখে দিন। গোসলের আগে ত্বকে লাগিয়ে ঘষে নিন কয়েক মিনিট।

আরো পড়ুনঃ ছেলেদের ঠোঁটের যত্নে করণীয়

- ২ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ চিনি ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি দিয়ে ত্বক স্ক্রাব করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

- ১ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ মোটা দানার চিনি, ১ টেবিল চামচ আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। ৫ মিনিট ত্বকে ঘষে ধুয়ে ফেলুন। ত্বকের কালচে দাগ দূর হবে।

- ত্বক ঠান্ডা রাখতে ও হাইট্রেড করতে ১/৪ কাপ কফি ও ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ মসজিদে ইফতার-সেহরির আয়োজন করা যাবে না

- ২ টেবিল চামচ কফি, আধা কাপ দ‌ই, ১ টেবিল চামচ নারকেল তেল ও অর্ধেকটি লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে ১৫ মিনিট অপেক্ষা করুন। ধুয়ে ফেলুন পানি দিয়ে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment