চুল পড়া কমাতে মাত্র তিন উপকরণে ঘরে বানিয়ে নিন তেল

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ২৬, ২০২২

শরীরে ভিটামিন ডি এবং যাবতীয় খনিজ ও অন্যান্য ভিটামিন ঠিকঠাক থাকার পরও যদি চুল পড়ে তবে এই ঘরোয়া তেল তৈরি করে নিতে পারেন, দূর হবে চুল পড়া সমস্যা। আসুন জেনে নেই কীভাবে বানাবেন...

আরো পড়ুনঃ আপনার দাঁতে লিপস্টিক লেগে যাচ্ছে! জানুন সমাধান

যা যা লাগবেঃ

- মাঝারি আকারের এক বাটি নারিকেল তেল,

- চার টেবিল চামচ মেথিদানা,

- কিছু কারিপাতা।

যেভাবে বানাবেনঃ সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে চুলায় অল্প আঁচে ১০ মিনিট জ্বাল দিন। এরপর মিশ্রণটি ঠান্ডা করে একটি কাচের জারে ২-৩ দিন রেখে দিন। ২-৩ দিন পর এই তেলটি ব্যবহার করবেন।

আরো পড়ুনঃ প্রিয় মানুষের সাথে ঝগড়াও হোক মন খুলে

সপ্তাহে অন্তত দুইবার তেলটি ভালো করে চুল ও স্ক্যাল্পে লাগাবেন। কয়েকদিন পর পরিবর্তনটা নিজেই দেখতে পারবেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment