চুলের যত্নে পেঁয়াজের রস যেভাবে কাজে লাগাবেন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • এপ্রিল ৭, ২০২২

রুক্ষতা, চুল পড়ে যাওয়া, খুশকি সহ নানা ধরনের সমস্যার সমাধান মেলে পেঁয়াজের রস ব্যবহারে। পেঁয়াজের রস এমন কিছু উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করে এবং চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।

এছাড়া এতে রয়েছে এক ধরনের এন্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইড এর মাত্রা কমায়। ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে। জেনে নিন চুলের যত্ন কিভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস।

চুল পড়ার সমস্যা দূর করতে: চুলের গোড়ায় পেঁয়াজের রস ঘষে ঘষে লাগান। ১ ঘন্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

আরো পড়ুনঃ শিশুর স্মৃতিশক্তি বাড়ায় যেসব খাবার

চুলের শুষ্কতা রোধ করতে: ৩ চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন এই মিশ্রণ। আধাঘন্টা পর ধুয়ে ফেলুন।

২ টেবিল চামচ পেঁয়াজের রস এবং আধা টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথায় লাগালে ও চুলের রুক্ষতা দূর হবে।

খুশকি দূর করতে: ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল এর সঙ্গে ৩ টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে নিন। খুশকি দূর হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment