গরমে ত্বক ভালো রাখতে টিপস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • এপ্রিল ২৫, ২০২২

প্রচন্ড গরমে ত্বক অনুজ্জ্বল হয়ে পড়ে। এই গরমে ত্বক ভালো রাখতে জানুন কিছু টিপস...

- অতিরিক্ত মেকআপ ব্যবহার করবেন না গরমের সময়ে। দিন জুড়ে ফুরফুরে থাকতে একদম কম মেকআপ বা নো মেকআপ লুক বেছে নিন।

- ফেসিয়াল মিস্ট ব্যবহার করুন ত্বক সজীব রাখতে। ত্বক হাইড্রেট রাখবে এটি। গোলাপ জলের সঙ্গে পানি মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেসিয়াল মিস্ট।

আরো পড়ুনঃ বাচ্চার ওজন বাড়াবে সহজ এই রেসিপি

- প্রতিদিন পর্যাপ্ত পানি খাবেন‌। ৮-১০ গ্লাস পানি আপনার ত্বক রাখবে ফ্রেশ।

- বাইরে গেলে কাজের ফাঁকে বারবার ত্বকে পানি দেওয়ার অভ্যাস করুন।

- অ্যালোভেরা, শসা ও টক দই এর প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে এক থেকে দুই বার।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment