গরমে ত্বকের যত্নে কিছু টিপস

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুন ৪, ২০২২

গরমে ত্বক খুব সহজে হয়ে পড়ে নির্জীব। জেনে নিন এ সময় তো আর প্রাণবন্ত রাখতে কী করবেন আর কী করবেন না...

- অতিরিক্ত মেকআপ ব্যবহার করবেন না গরমের সময়টাতে। দিন জুড়ে ফুরফুরে থাকতে একদম কম মেকআপ বা নো মেকআপ লুক বেছে নিন।

- ফেসিয়াল মিস্ট ব্যবহার করুন ত্বক সজীব রাখতে। ত্বক হাইড্রেট রাখবে এটি। গোলাপ জলের সঙ্গে পানি মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেসিয়াল মিস্ট।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় আয়োডিনের ঘাটতি হলে শিশুর যেসব সমস্যা দেখা যায়

- প্রতিদিন পর্যাপ্ত পানি খাবেন‌। ৮-১০ গ্লাস পানি আপনার ত্বক রাখবে ফ্রেশ।

- বাইরে গেলে কাজের ফাঁকে বারবার ত্বকে পানি দেওয়ার অভ্যাস করুন।

- অ্যালোভেরা, শসা ও টক দই এর প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে এক থেকে দুই বার।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment