ত্বক উজ্জ্বল করবে আপেলের ফেসপ্যাক

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ১, ২০২২

ত্বক উজ্জ্বল করতে কত উপায়ই তো অবলম্বন করে থাকেন! আজ আপনাদের সাথে শেয়ার করবো সহজ এই ফেসপ্যাক, যা আপনার ত্বক উজ্জ্বল করবে এবং ত্বককে কোমল রাখবে। জেনে নিন ত্বক উজ্জ্বল করতে আপেলের ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন...

আপেলে রয়েছে নানা ধরনের খনিজ ও ভিটামিন, যা ত্বকের যত্নে অনন্য। এতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট যা প্রাকৃতিকভাবে ত্বক রাখে কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল।

আরো পড়ুনঃ সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রাইস

আপেল পেস্ট করে টকদই মিশিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ২৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকের বাড়তি তেল যেমন দূর হবে, তেমনি জৌলুস আসবে ত্বকে।

ত্বক অতিরিক্ত শুষ্ক হলে প্যাকে খানিকটা গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে নিন। রুক্ষতা দূর হবে নিমিষেই। আপনার ত্বক সংবেদনশীল হলে গ্লিসারিনের বদলে নিতে পারেন দুধের সর। সব ধরনের ত্বকে কার্যকর, ত্বকে নিমিষে আসবে ফর্সাভাব।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment