সানস্ক্রিন তৈরি করুন ঘরোয়া উপায়ে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ২৪, ২০২২

সূর্যের প্রখর রোদ থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহারের বিকল্প নেই। নচেৎ ত্বকে কালো দাগ পড়ে বা মুখের চামড়াও পুড়ে যেতে পারে। এর ফলে কম বয়সেই মুখে বলিরেখা দেখা দেয়।

সানস্ক্রিন তৈরি করুন ঘরোয়া উপায়ে। এতে ত্বক রক্ষা পাবে সূর্যের আলো থেকে। আসুন জেনে নেই, সানস্ক্রিন তৈরির উপায়...

যা যা লাগবেঃ

- নারিকেল তেল ৪ কাপ,

আরো পড়ুনঃ অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমাবেন যেভাবে

- শিয়া বাটার ৩ কাপ,

- তিল তেল বা জোজোবা অয়েল ১ কাপ,

- প্রাকৃতিক মোম ২ টেবিল চামচ,

- লাল র‍্যাস্পবেরি সিড অয়েল ১ চা চামচ,

- ক্যারট সিড অয়েল ১ চা চামচ ও

- গোলাপ জল পরিমানমতো।

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে নারিকেল তেল, শিয়া বাটার ও মোম একসঙ্গে গলিয়ে নিন। সব গলে গেলে ঠান্ডা করুন। এরপর মিশ্রণটি ফ্রিজে ১৫-৩০ মিনিট রাখুন। তারপর হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে নিতে হবে।

আরো পড়ুনঃ প্রস্রাবের জ্বালাপোড়া দূর করবে যে পানীয়

র‍্যাস্পবেরি সিড অয়েল, ক্যারট সিড অয়েল ও অ্যাসেনশিয়াল অয়েল দিয়ে দিন। খানিকক্ষণ ফেটানোর পর মিশ্রণ ফুলে উঠবে। তৈরি হয়ে গেল আপনার সানস্ক্রিন। এবার কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। ইচ্ছেমতো ব্যবহার করুন ঘরে তৈরি সানস্ক্রিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment