শীতের রূপচর্চার কিছু টিপস

  • কবিতা আক্তার
  • অক্টোবর ২৮, ২০২২

শীতের সময়টুকু জুড়ে প্রাণবন্ত ত্বক পেতে চাইলে এখন থেকেই কিছু প্রস্তুতি শুরু করে দিন। জেনে নিন টিপস।

- গোসলের সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। এতে ত্বক আরো বেশি রুক্ষ হয়ে যায়। কুসুম গরম পানি দিয়ে গোসল করুন।

- গোসলের আগে ত্বকে তেল ম্যাসাজ করে নিন। এতে ত্বক অতিরিক্ত রুক্ষ হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।

আরো পড়ুনঃ আপনার ওজন কমছে, কিন্ত পেট বা কোমরের পরিধির পরিমাপ ঠিক আছে তো ?

- ত্বকে সানস্ক্রিন ব্যবহার নিয়ে গড়িমসি করবেন না। ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে এর ভূমিকা অনস্বীকার্য।

- অতিরিক্ত চা, কফি কিংবা চিনি মিশ্রিত পানিও খাওয়ার অভ্যাস বাদ দিয়ে দিন। দিনে আট গ্লাস পানি খান। ত্বক থাকবে সুন্দর।

- ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন নিয়মিত। এতে ত্বকের বাড়তি রক্ষতা রোধ করা সম্ভব হবে।

- ত্বকের তারুণ্য ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও ফল খান প্রতিদিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment