ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর ঘরোয়া টিপস!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২, ২০২২

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য পার্লার, বিভিন্ন পন্য ব্যবহার করেও ত্বকের কাঙ্ক্ষিত উজ্জ্বলতা পান না অনেকেই। আবার গুনতে হয় অনেক টাকাও। আজ কিছু ঘরোয়া টিপস শেয়ার করবো, যা আপনার ত্বকের জন্য দারুণ কাজ দেবে।

১. কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোঁটে ঘষুন। কালো দাগ তো উঠবেই সাথে ঠোটে গোলাপী ভাব আসবে।

২. কনুই এর কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন চলে যাবে।

৩. ব্রণের উপর রসুনের কোয়া ঘষে নিন তাড়াতাড়ি মিলিয়ে যাবে।

আরো পড়ুনঃ উইপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

৪. পেডিকিউর মেনিকিউর করার ঝামেলা, তাই যখনই আপেল খাবেন তখনই আপেলের খোসাটা হাত পায়ে ঘষে নিন ফর্সা হবে পরিস্কার হবে।

৫. পায়ের গোড়ালি ফাটলে, পেঁয়াজ বেটে প্রলেপ দিন ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলাতে যেতে হবে না।

৬. প্রতিদিন টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন তবুও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়? নিঃশ্বাসে দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুইমাস নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment