চুল পড়া বন্ধ করবে আমলকির তেল

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ২৩, ২০২২

চুল পড়া বন্ধ করতে দারুণ কার্যকরী আমলকীর তেল। আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারেন আমলকীর তেল। ঘরে তৈরি করে কাচের বয়ামে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। চলুন এবার জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন আমলকীর তেল-

আরো পড়ুনঃ শীতে আপনার স্বাস্থ্য ভালো রাখবে রসুন!

যা যা লাগবে:

- আমলকী ১৫ টি,

- কারিপাতা সিকি কাপ,

- নারকেল তেল সিকি কাপ,

- নারকেল তেল বা তিলের তেল দুই বা তিন কাপ,

- ভিটামিন ই ক্যাপসুল পাঁচটি।

তৈরীর পদ্ধতি: আমলকী ধুয়ে শুকনা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ছুরি দিয়ে শ্বাস আলাদা করে কেটে ভেতরে থাকা বিচি ফেলে দিন। কারিপাতা ও সিকি কাপ নারকেল তেল দিয়ে মিহি করে ব্লেন্ড করে তৈরি করুন মিশ্রণ।

আরো পড়ুনঃ দীর্ঘদিন ফল তাজা রাখবেন যেভাবে!

চুলায় মোটা তল যুক্ত প্যান কড়াই চাপিয়ে দিন। দুই থেকে তিন কাপ নারকেলের তেল বা তিলের তেল আমলকির মিশ্রণে দিয়ে দিন। কম আঁচে অনবরত নাড়তে থাকুন। ৪০-৪৫ মিনিট পর রং বদলে গেলে নামিয়ে ঢেকে রাখুন ৮ ঘন্টা। এরপর স্টেইনার এর উপর একটি পাতলা কাপড় বিছিয়ে ছেঁকে নিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment