প্রাকৃতিক গোলাপি ঠোঁট পেতে যা করবেন

  • কবিতা আক্তার
  • মার্চ ২১, ২০২৩

কালচে ঠোঁট জেনেটিক হতে পারে। আবার খাওয়া-দাওয়ার অভ্যাস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মত কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। গোলাপি ঠোঁট পেতে চাইলে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করতে পারেন।

চলুন জেনে নেয়া যাক-

গোলাপের নির্যাস: গোলাপি ঠোঁট পেতে চাইলে বেছে নিতে পারেন গোলাপকেই। এক বোতল গোলাপ জলে অল্প মধু মেশান। মিশ্রণটি দিয়ে প্রতিদিন কোমল ভাবে ঠোঁট স্ক্রাব করুন। এছাড়া অল্প দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে বেটে নিন ঠোঁটে লাগালে উপকার পাবেন।

আরো পড়ুন: ছেলেদের ঠোঁটের যত্নে করণীয়

লেবুর রস: প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে। ঠোঁটের কালচে ভাব দূর করতে তাই সাহায্য নিতে পারেন লেবুর। লেবু পাতলা চাকা করে কেটে উপরে অল্প চিনি ছিটিয়ে ঠোঁটে ঘষুন। ঠোঁটে জমে থাকা মৃত চামড়া দূর হবে পাশাপাশি লেবুর অ্যাসিড ঠোটের কালো ভাব কাটাবে।

নারিকেল তেল: আঙুলে করে নারিকেল তেল নিয়ে ঠোটে ম্যাসাজ করে নিন। দিনে দুই একবার এভাবে ম্যাসাজ করুন। ধীরে ধীরে দূর হবে ঠোঁটের কালো দাগ।

আরো পড়ুন: কালো ঠোঁট গোলাপি করার সহজ উপায় জানুন!

বিটের রস: ঠোঁটের ঝলমলে গোলাপি রং পেতে চাইলে বিটে ভরসা রাখতে পারেন। বিটরুট টুকরো করে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে এটি কয়েক মিনিট ঠোঁটে ঘষুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল: আধা চা চামচ চিনি ও কয়েক ফোটা অলিভ অয়েল ঠোঁটে ম্যাসাজ করুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।

আরো পড়ুন:ছেলেরা কিভাবে নিজেদের ঠোঁটের যত্ন নিবেন?

বেদানা: একমুঠো বেদানা পেস্ট করে রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালো ভাব কমাতে পারে।

শসার রস: শসার রসে প্রচুর পরিমাণে অ্যান্টঅক্সিডেন্ট রয়েছে যা দ্রুত পিগমেন্টেশন কমাতে পারে। শশা থেতো করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment