
ঠোঁটের কোনার কালচে দাগ দূর করার উপায়
- কবিতা আক্তার
- অক্টোবর ৫, ২০২৩
বিভিন্ন কারণে ঠোঁট কালচে হতে পারে। যার মধ্যে ধূমপান অন্যতম। অনেকের আবার ঠোঁটের কোনায় কালো দাগ পড়ে যায় যা বিশ্রি দেখায়।এজন্য অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। যা দাগ আরও বাড়িয়ে দিতে পারে।
তবে চাইলে ঠোঁট কালচে দাগ থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন ঘরোয়া কয়েকটি উপায়-
- লেবুতে থাকে প্রাকৃতিক ব্লিচিং অ্যাজেন্ট। যা ত্বকের যেকোনো ধরনের দাগ তুলতে সাহায্য করে। ঠোঁটের কালচে ভাব দূর করতে পাতি লেবু দিনে দুবার করে ঠোঁটে ঘষে নিতে পারেন।
আরো পড়ুনঃ গৃহস্থালি কাজে টুথপেস্টের নানাবিধ ব্যবহার
- লেবুর সঙ্গে মধু মিশিয়ে নিলেও মিলবে উপকার। এজন্য এক চা চামচ মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালোভাবে ঠোঁটে ব্যবহার করুন। ঘন্টাখানেক রেখে ঠোট ধুয়ে ফেলুন।
আরো পড়ুনঃ মুখের কালো দাগ ও লোম তুলবে মসুর ডাল
- ত্বকের যত্নে হলুদ খুবই উপকারী। এক চা চামচ হলুদের সঙ্গে এক চা চামচ দুধ মিশিয়ে মিশ্রণটি ভালো করে ঠোঁটে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
- গোলাপ জল ও ঠোঁটের কালচে দাগ দূর করতে ব্যবহার করতে পারেন। এজন্য তুলই খানিকটা গোলাপজল নিয়ে ঠোঁটে আলতো করে মেখে নিন। আধাঘন্টা রেখে ধুয়ে ফেলুন
আরো পড়ুনঃ মাত্র ৭ দিনে হাত ও কনুইয়ের কালো দাগ তুলবেন যেভাবে
- ঠোঁটের কালচে ভাব দূর করতে নারকেল ও বেশ কার্যকরী। এজন্য নিয়মিত ঠোঁটে ব্যবহার করুন নারকেল তেল।