চুলের যত্নে ডিম, জেনে নিন ঘরোয়া ৩ পদ্ধতি

  • ওমেন্স কর্নার
  • মার্চ ১৬, ২০২৪

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। নতুন চুল গজাতে এই প্রোটিন বেশ কার্যকর। আপনি চাইলে সরাসরি ডিমের সাদা অংশ মাথায় ব্যবহার করতে পারেন। অথবা প্যাক বানিয়েও লাগাতে পারেন। কোনো উপায়ে চুলে ডিম ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে র‍্যাপিড হোম রেমিডিজ ওয়েবসাইটে। একনজরে দেখে নিন।

প্রথম পদ্ধতি

দুটি ডিম ভেঙে এর সাদা অংশ আলাদা করে নিন। এবার মাথার তালুতে হালকাভাবে ম্যাসাজ করুন। এক ঘণ্টা এভাবে রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে টানা ১৫ দিন মাথায় ডিমের সাদা অংশ ব্যবহার করুন। দেখবেন, ধীরে ধীরে নতুন চুল গজাতে শুরু করবে।

দ্বিতীয় পদ্ধতি

ডিমের সাদা অংশ দিয়ে প্যাক তৈরি করেও মাথায় লাগাতে পারেন। এতে দ্রুত মাথায় নতুন চুল গজাবে এবং চুল পড়া কমাবে।

আরো পড়ুন: 
চুল না ভিজিয়েই শ্যাম্পু করতে চান?
চুলে সপ্তাহে কত দিন তেল দেব?
চুলের যত্নে ব্যবহার করুন এই ৫টি মাস্ক

প্যাক তৈরি করতে যা যা লাগবে

দুটি ডিমের সাদা অংশ, অলিভ অয়েল এক চা চামচ ও মধু এক চা চামচ।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে ডিমের সাদা অংশ, অলিভ অয়েল ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাক মাথার তালুতে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের রুক্ষতাও দূর হবে।

পোস্ট ক্রেডিট: র‍্যাপিড হোম রেমিডিজ
ছবি: গুগল 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment