শ্যাম্পুতে ২ চামচ লবণ! কি উপকার হয় জানেন?
- ওমেন্সকর্নার ডেস্ক
- মার্চ ৯, ২০১৮
লবণ না থাকলে সেই খাবারের স্বাদই বোঝা যায় না। অন্য কোনও মশলা থাকুক বা না থাকুক, লবণ না থাকলে সেই খাবার খাওয়া, না খাওয়া সমান। শুধু খাবার নয়, লবনে সোডিয়াম থাকায় বহু উপকারই পাওয়া যায়।কিন্তু জানেন কি, চুলের যত্নের ব্যাপারেও লবণ কতটা উপকারী। আপনার চুল যদি তৈলাক্ত হয়, তাহলে শ্যাম্পুতে ২-৩ চামচ লবণ মিশিয়ে নিন। দুই থেকে তিনবার লবণ মেশানো শ্যাম্পু ব্যবহার করলেই পাবেন মনের মতো ফল।
শুধু চুল নয়, ত্বকের জন্যও খুব ভাল রোজকার এই উপাদান। শুধু এক কাপ নারকেল তেলের মধ্যে ২ টেবিল চামচ লবণ মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে ত্বক মাসাজ করুন। দাঁতের পক্ষেও লবণ খুব উপকারী। লবণ দিয়ে দাঁত মাজলে বা লবণপানি দিয়ে কুলকুচি করলে ব্যাপক উপকার পাওয়া যায়। মাথার যন্ত্রণা হলেও এক গ্লাস লবণপানি খান। ১৫ মিনিটে ফল পেতে পারেন।
তথ্য এবং ছবি : গুগল