মুখ ধোওয়ার সময় এই নিয়মগুলো মানছেন তো ?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • মার্চ ১০, ২০১৮

সুন্দর মুখের প্রাথমিক শর্ত হল নিখুঁত, উজ্জ্বল ত্বক। আর উজ্জল, নিখুঁত ত্বক পেতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন ত্বক ভাল করে পরিষ্কার করা। ত্বক ভাল রাখতে গেলে মেনে চলতে হয় মুখ ধোওয়ার কিছু নিয়ম।

১. প্রথমে উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন। গরম পানি দিয়ে মুখ ধুলে ত্বক শুষ্ক হয়ে যায়।

২. ক্রিমি ক্লিনজার বা জেল ক্লিনজার ব্যবহার করুন। যা ত্বক ভিতর থেকে পরিষ্কার করে। অথচ শুষ্কও হয় না।

৩. মুখ পরিষ্কার করে ধুয়ে নিন। ক্লিনজার থেকে গেলে রোমকূপ বন্ধ হয়ে অ্যাকনের সমস্যা হতে পারে। নাকের চারপাশ, চোখ, কানের পিছন ভাল করে পরিষ্কার করুন।

৪. মুখ ধোওয়ার পর নরম, পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো চেপে চেপে মুখ মুছে নিন। মুখ মোছার জন্য আলাদা তোয়ালে রাখুন। জোরে ঘষবেন না।

৫. প্যাট ড্রাই করার পর তুলোয় টোনার নিয়ে মুখে লাগান। তারপরেই ভাল করে ময়শ্চারাইজ করুন যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ময়শ্চারাইজ না করলে ত্বক শুষ্ক হয়ে যায়।

তথ্য এবং ছবি : গুগল 

Leave a Comment