হাত পায়ের কালো দাগ সহজে দূর করার ঘরোয়া উপায়

  • দিয়া আরাফিন
  • মার্চ ১৭, ২০১৮

উপকরণঃ 

(১) টুথ পেস্ট- কালার ফুল হলে হবেনা, পেস্ট অবশ্যই সাদা কালারের হতে হবে। 

(২) ENO – যে কোন মুদি দোকান, ফার্মেসিতে পাবেন। 

(৩) মধু- অর্গানিক মধু হতে হবে 

প্রক্রিয়াঃ ১ টেবিল চামচ টুথপেস্ট, ১ টেবিল চামচ মধু  এর সাথে প্যাকেট এর অর্ধেক ইনো মিশিয়ে নিতে হবে। একটু বুদবুদ দেখা যাবে। ভয়ের কিছু নেই। ভালো ভাবে নাড়তে হবে। রেডি হয়ে গেলে যে সব জায়গায় ময়লা আছে সেখানে সেখানে সার্কুলার মোশন এ ম্যসাজ করতে হবে দুই-তিন মিনিট। তারপর ঠান্ড পানি দিয়ে ধুয়ে নিন।  ভালো ফল পেতে সপ্তাহে দুই দিন ব্যবহার করুন। যদি কেউ বেশি বানাতে চান সে ক্ষেত্রে সব কিছু অনুপাত অনুসারে ব্যবহার করবেন। এই প্যাক ফ্রিজিং করা যাবেনা।  এই প্যাক দিয়ে আপনি দাতের হলুদ ভাব দূর করতে পারবেন। ব্রাশের সাথে নিয়ে ব্রাশ করলেই আপনার দাঁতের হলুদ ভাব দূর হয়ে যাবে। সে ক্ষেত্রে মধুর বদলে হাল্কা লেবু দিয়ে নেবেন।  সব কিছুর ঘরোয়া টিপস পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Comment