ব্ল্যাক হেডস দূর করুন এখনই !

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • নভেম্বর ১১, ২০১৭

ব্ল্যাক হেডস একটি অস্বস্তিকর সমস্যা। এই সমস্যা অনেকেরই হয়ে থাকে। ত্বকের ছিদ্রের মধ্যে ময়লা ও তেল জমে ব্ল্যাক হেডস তৈরি হয়। ব্ল্যাক হেডসের কারণে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়, ত্বক কালচে হয়ে যায়। কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে ব্ল্যাক হেডস দূর করুন এখনই ।

বেকিং সোডা :

ব্ল্যাক হেড দূর করতে বেকিং সোডা একটি চমৎকার ঘরোয়া উপাদান। বেকিং সোডার মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক। এটি ত্বকে ব্যাকটেরিয়ার কাজকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

এক চামচ বেকিং সোডা নিন। এর মধ্যে শসার রস, অ্যালোভেরার রস বা গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার ব্ল্যাক হেডের মধ্যে এটি মাখুন। ২০ থেকে ৪৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুবার এভাবে বেকিং সোডা ব্যবহার করুন।

মধু :

মধুর মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। মধুর ফেস মাস্ক ব্ল্যাক হেডস দূর করতে কাজ করে।

ফেস মাস্ক তৈরি করতে একটি ছোট পাত্রে মধু নিয়ে তাপ দিন। এরপর এর মধ্যে সামান্য পানি ও ওটমিল দিন। কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে মাস্কটি ঠান্ডা করুন। এরপর মুখ ও ঘাড়ে মাখুন। ৪৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। মাস্কটি নিয়মিত ব্যবহারে ত্বক নরম হবে।

তথ্য এবং ছবি : গুগল

Leave a Comment