কয়দিন পর পর চুলে শ্যাম্পু দেয়া উচিত?

  • তানজিলা আক্তার 
  • এপ্রিল ১, ২০১৮

প্রশ্নঃ কয়দিন পর পর চুলে শ্যাম্পু দেয়া উচিত?

উত্তরঃ দেশের আবহাওয়া অনুযায়ী শ্যাম্পু করার বিষয়টা বিবেচিত হয়। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী নারীপুরুষ সকলের তিনদিন পর পর মাথায় শ্যাম্পু দেয়া উচিত। তবে যারা প্রতিদিনই বাসা থেকে বের হয়, ধুলাবালিতে কাজ করা লাগে তাদের দুইদিন পর পর শ্যাম্পু দেয়া উচিত।
 

Leave a Comment