আপনার চুলের যত্নের জন্য কিছু উপকারী হেয়ার মাস্ক

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ২৫, ২০১৭

মেয়েদের চুল নিয়ে হাজারটা অভিযোগ রয়েছে।  চুল উঠে, চুল রুক্ষ, চুল ভেঙ্গে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি।  আপনার চুলের  পুষ্টির জন্য কিছু ঘরোয়া মাস্কের টিপস নিয়ে হাজির আমি ! আজ আমি যে টিপস গুলো দিবো তা খুবই সহজলভ্য এবং নিয়মিত ব্যবহারে আপনার  চুলের সমস্যা দূর হবে। 

  • ডিম চুলের যত্নের একটি অন্যন্য উপাদান।  সাপ্তাহে ২দিন আর একবারে সময় না থাকলে অন্ততপক্ষে ১দিন চুলের পরিমান অনুযায়ী ডিম ফেটিয়ে চুলে লাগান। ৪৫মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। প্রাকৃতিক কন্ডিশনার এক মগ পানিতে ২/৩ চা চামচ ভিনেগার মিশিয়ে চুলে দিয়ে ২ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • আপনি যদি চুলের কালার এবং পুষ্টি দুইটাই এক সাথে চান তাহলে মেহেদী পাতা বেটে এর সাথে ৪ চা চামচ কফি পাউডার মিশিয়ে একটা পেস্ট তৈরী করুন।  এই পেস্ট চুলে লাগিয়ে নিন।  এইদিন কিন্ত শ্যাম্পু  করা যাবে না। 
  • আপনার মাথায় যদি খুশকি বা ফুসকুড়ি থাকে, তাহলে নিমপাতা ও মেথি একসাথে বেটে সপ্তাহে ২ দিন  লাগাবেন।  খুব দ্রুত সুফল পাবেন। 
  • সিল্কি চুল আপনার খুব পছন্দের তাই না ? পছন্দের এই চুলটি পেতে চাইলে ডিম ফেটিয়ে তাতে লেবুর রস মিশিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
  • ডিম এবং মধুর মাস্ক চুলের ভলিউম বাড়াতে সাহায্য করে।
  • মাথার তালু ঠান্ডা রাখার একটি প্রাকৃতিক উপায় হলো আলভেরার শাঁস বা জুস। র সাথে সামান্য লেবুর রস মিশিয়ে মাথায় ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন।
  • মাথার চুল সব উঠে গেছে তাই না ? নতুন চুল উঠেছে না ? উঠলেও যে পরিমান পড়ছে সে পরিমান না ! পেঁয়াজের রস চুল গজাতে সাহায্য করে। ১৫ দিনে ১ বার মাথার তালুতে তুলোয় করে পেঁয়াজের রস লাগাবেন।
  • আপনি যদি কেমিক্যাল-যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে চান না, তাহলে  রিঠা সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সেটার পানি ছেঁকে শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।

তথ্য ও ছবি : গুগল 

Leave a Comment