ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ২৫, ২০১৭

অনেকে মনে করেন বড় চুল মানেই সুন্দর।  এই ধারণাটা একদম ভুল। নিয়মিত পরিচর্যা করলে ছোট বা মাঝারি চুলকেও নজরকারা করে তোলা সম্ভব। সাধারণত আমরা চুলের পরিচর্যা শুরু করি যখন আমাদের চুলের সমস্যা প্রখর ভাবে দেখা দেয়। সমস্যা শুরুর  থেকেই নিয়মিত রুটিন মাফিক চুলের যত্ন নিলে খুশকি, নির্জীবতা এবং চুল পরার মত সমস্যাগুলো এড়ানো সম্ভব। চলুন জেনে নিই কীভাবে চুলের যত্নের রুটিন মেনে চলা যায়।

তেল :

চুলে তেলের কোন বিকল্প নেই। আপনি যদি ভালো চুল পেতে চান তাহলে আপনাকে সাপ্তাহে ৪ দিন চুলে তেল দিতে হবে। চেষ্টা করুন রাতে ঘুমানোর আগে চুলে তেল দেয়ার। নারিকেল তেলের পাশাপাশি আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, তিল তেল এগুলো মিশিয়ে চুলে দিবেন। ক্যাস্টর অয়েল আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে।  সাপ্তাহে ১ দিন চুলে অবশ্যই হট অয়েল মাসাজ করবেন।

চুল বাঁধা :

যতটা সম্ভব চুল বেঁধে রাখার চেষ্টা করবেন। চুল বাঁধা থাকলে দূষণের হাত থেকে অনেকটা বেঁচে যায়। গোসলের পর চুল শুকিয়ে গেলে ভালো ভাবে বেণি বা খোপা করে রাখুন। বাহিরে গেলে চেষ্টা করুন স্কার্ফ ব্যবহার করতে। মনে রাখবেন অতিরিক্ত তাপ বা ঠাণ্ডা দুটোই কিন্তু চুলের পক্ষে ক্ষতিকর।

 রোদে ছাতা ব্যবহার করার চেষ্টা করুন এবং এয়ার কন্ডিশন রুমে কম থাকার চেষ্টা করুন। 

তথ্য ও ছবি : গুগল 

Leave a Comment