চুল লম্বা হবে মাত্র দুই সপ্তাহে! ঘরোয়া উপায়ে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৯, ২০২০

১. জবা ফুল

উপকরণঃ

- দুই থেকে তিনটি জবা ফুল ও কয়েক ফোঁটা লেবুর রস।

পদ্ধতিঃ জবা ফুল প্রথমে কিছু পানিতে ভালো করে ফুটিয়ে নিন। এরপর পানি থেকে ফুল বাদ দিয়ে দিন। খালি পানিতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে। এরপর স্ক্যাল্পে লাগান। শ্যাম্পু করে চুল আগে মুছে নিন ভালো করে তারপর এই মিশ্রণ স্ক্যাল্পে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। যখনই শ্যাম্পু করবেন তখনই এটা করবেন। পারলে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন নিয়মমতো।

২. পেঁয়াজ

উপকরণঃ

- ১টা পেঁয়াজ ও একটু পানি।

আরো পড়ুনঃ একজন নারীর জন্য কয়টি সিজারিয়ান অপারেশন নিরাপদ?

পদ্ধতিঃ একটা পেঁয়াজ আগে একটু ব্লেন্ড করে নিন। এরপর এটা ভালো করে চিপে রস বের করে নিন। এবার এর সাথে একটু পানি মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্পে মেসেজ করে লাগান। অন্তত পনের মিনিট রাখুন। আরো বেশি রাখতে পারলে আরো ভালো। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে তিনদিন করুন। দুই সপ্তাহ পর দেখবেন ছোট ছোট চুল গজিয়েছে।

৩. আলুর রস

উপকরণঃ

- ১টা বড় সাইজের আলু ও একটু পানি।

পদ্ধতিঃ একটা আলু আগে একটু ব্লেন্ড করে নিন। এরপর এটা ভালো করে চিপে রস বের করে নিন। এবার এর সাথে একটু পানি মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্পে মেসেজ করে লাগান। অন্তত পনের মিনিট রাখুন। আরো বেশি রাখতে পারলে আরো ভালো। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে তিনদিন করুন। দুই সপ্তাহ পর দেখবেন ছোট ছোট চুল গজিয়েছে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment