ঘরে ওয়াক্সিং করে শরীরের অবাঞ্চিত লোম সরান!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ডিসেম্বর ২৭, ২০২০

উপকরনঃ

- বিট রুট জুস হাফ কাপ,

- লেবুর রস এক কাপ,

- দুইবাটি চিনি,

- ওয়াক্সিং টিসু।

পদ্ধতিঃ প্রথমে একটি বড় বাটিতে বিট রুট জুস, চিনি মেশান। এরপর লেবুর রস মিশিয়ে নিয়ে ভালো করে মিশ্রণটি বানিয়ে নিন। বিট রুট জুস না থাকলে কিন্তু চিন্তার কারণ নেই, তাহলে শুধু চিনি ও লেবু মিশিয়ে মিশ্রণটি বানাতে পারেন। মাঝারি আঁচে মিশ্রণটি গরম করুন। যেন মিশ্রণটি লেগে না যায় সেদিকে খেয়াল রাখুন। হালকা সোনালী রঙের হলেই নামিয়ে নিন।

আরো পড়ুনঃ গৃহস্থালির কাজে ভিনেগারের নানা ব্যবহার

মিশ্রণটি রেডি কি-না তা দেখার জন্য বাটিতে ঠাণ্ডা পানি নিয়ে তাতে এক চামচ মিশ্রণটি ঢেলে দিয়ে দেখুন জলের সাথে মিশে যাচ্ছে কি- না। যদি দেখেন মিশে যাচ্ছে না, তাহলে আপনার ওয়াক্স করার প্যাক রেডি। মিশ্রণটি ঠাণ্ডা হতে দিন। স্কিন নিতে পারবে এমন অবস্থায় ব্যবহার করবেন। দেখবেন আবার যেন স্কিন পুড়ে না যায়।

এবার আপনার শরীরের যেখানে যেখানে অবাঞ্চিত লোম আছে, সেখানে লাগিয়ে নিয়ে ওয়াক্সিং টিস্যু দিয়ে ৫-৬ সেকেন্ড ভালো করে মিশিয়ে নিন। এক মিনিট অপেক্ষা করুন। এরপর তুলে নিন। কয়েকবার ব্যবহার করলেই লোম উঠে যাবে।এরপর ভালো করে মুছে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment