ব্ল্যাকহেডস দূর করার প্রাকৃতিক স্থায়ী উপায়!

  • কবিতা আক্তার
  • ফেব্রুয়ারি ৭, ২০২১

আমাদের স্কিনে প্রতিনিয়তই ময়লা জমে। এ ময়লা ঠিকমতো পরিষ্কার করা না হলে এর উপর আরো বেশি তেল ময়লা জমতে থাকে। এক সময় তা বাতাসের সংস্পর্শে এসে ব্ল্যাকহেডসের রূপ নেয়। ব্ল্যাকহেডস দূর করার উপায়:

১. লেবু ও মধু: সবার বাড়িতে হাতের নাগালে পাওয়া যায় লেবু। শুধু দরকার একটু মধুর। ১ চামচ লেবু ও ১ চামচ মধু দিয়ে প্যাক বানান। অন্তত ১৫ মুখে লাগিয়ে পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৩-৪ দিন এই প্যাকটি ব্যবহার করুন।

আরো পড়ুনঃ কোন নারীদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি জানুন!

২. বেকিং সোডা ও লেবু: নাকের মধ্যে ব্ল্যাকহেডস-এ ভরে গেছে? তাহলে সোডা ও লেবু নিয়ে নাকের পরিচর্যা সেরে ফেলুন। এক চামচ সোডা ও এক চামচ লেবুর রস দিয়ে একটি প্যাক বানান। এরপরে ১০ মিনিট রেখে হালকা উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

৩. ডিম ও লেবু: ডিম খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে উপকারী তেমনি মাথার চুল থেকে ত্বক পর্যন্ত ডিমের কার্যকারিতার জুড়ি মেলা ভার। একটি কাচের বাটির মধ্যে একটি ডিম ও এক চামচ লেবুর রস দিয়ে একটি প্যাক তৈরি করুন। অন্তত ১৫-২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment