প্রতিদিনের জীবনে মেয়েরা যে পাঁচটি ভুল করে থাকে

  • কবিতা আক্তার
  • মার্চ ২, ২০২১

সাজগোজ তো আমরা সবাই করি। কিন্তু ঠিকঠাক ভাবে করি কি? ঠিক কতক্ষণ গোসল করা উচিত বা শ্যাম্পু কেমন ভাবে করতে হবে তার‌ও কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে।

১. পুরো মাথায় কন্ডিশনার লাগানো: এই ভুলটা প্রায় সকলেই করে থাকেন।শ্যাম্পু করার পর চুলের আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনার লাগাতে হয়।

২. পোশাকে পারফিউম: পারফিউম সরাসরি শরীরের ত্বকে লাগানো উচিত, পোশাকে নয়। এতে পোশাকে স্টেন তো ধরেই, রেখে দিলে পোশাক থেকে অদ্ভুত গন্ধ বের হয়।

৩. গলার ত্বক: মশ্চারাইজার, ক্রিম বা নেক আপ লাগানোর সময় আমরা শুধু মুখেই লাগাই, বেশিরভাগ সময়ই গলার ত্বকের লাগাই না।গলার ত্বক কিন্তু অনেক বেশি নরম ও সংবেদনশীল।

আরো পড়ুনঃ সিজারের পর বেল্ট ব্যবহারের সুবিধা এবং কখন পড়া যাবে না!

৪ চোখের কোলে মশ্চারাইজার: মশ্চারাইজার ত্বক হাইড্রেট করে নরম রাখে। কিন্তু চোখের কোলে মশ্চারাইজার লাগালে চোখ ফোলা দেখতে লাগে, চেহারায় ক্লান্তভাব আসে। তাই ময়েশ্চারাইজার লাগানোর সময় চোখের কোল ছেড়ে লাগান।

৫ অতিরিক্ত গোসল: অনেকেরই অতিরিক্ত গোসল করার অভ্যাস থাকে। তারা মনে করেন শরীর, ত্বক বা চুল পরিষ্কার রাখতে বেশিক্ষণ ধরে গোসল করা প্রয়োজন। এতে কিন্তু শরীরের অ্যাসেনশিয়াল অয়েল কমে গিয়ে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment