সালমা বিনতে শামছের বই ‍‍`নীল পাখির চিলেকোঠা‍‍`

  • সালমা বিনতে শামছ
  • মার্চ ২৪, ২০২১

কখন শীত পেরিয়ে বসন্তের আগমন ঘটলো টের'ই পেলো না মো: শওকত আলী। আজকাল বয়সের ভারে দেহ খাঁচায় চিরস্থায়ী কিছু রোগ বাসা বেঁধেছে, সময় তারিখ মনে রাখতে পারে না, আর কত মনে রাখবে?? জীবনের ৬৫ টা বসন্ত পার করেছে শওকত আলী। আর কত?? জীবন থেকে বড্ড ছুটি নিতে ইচ্ছে করছে, কিন্তু চাইলেই কি আর জীবন থেকে ছুটি নেওয়া যায়? ইট, পাথরের দেয়াল গুলো শওকত সাহেব কে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে....

জানালার গ্রিল ধরে দাড়িয়ে আছে শওকত সাহেব। বাহিরে তাকিয়ে মুক্ত আকাশ দেখছে, সবুজ গাছগাছালি আর মাঠ, সে মাঠে তার ই মতো অসংখ্য বসন্ত পেরোনো বৃদ্ধের আনাগোনা। হ্যাঁ শওকত আলীর বাসস্থান একটা বৃদ্ধাশ্রম। শওকত সাহেবের ইচ্ছে করছে সবুজ মাঠে হাঁটাহাঁটি করতে, নীল আকাশটার তুলোর মতো নরম মেঘ গুলো দেখতে। কিন্তু হাটুর ব্যাথায় তিন তলা পেরিয়ে নিচে নামাটা ছিলো তার জন্য কষ্টসাধ্য। নিরুপায় হয়ে জানালা দিয়ে বাহিরের পৃথীবি দেখছে.....

ছয় তলার বারান্দার গ্রিল দু'হাতে মুঠো করে ধরে মুক্ত আকাশে দৃষ্টি নীহারিকার। ঘাড়ের কাছে মৃদু উষ্ণ নিঃশ্বাস।  নীহার চেনা নিঃশ্বাস। বিকেলটা গড়িয়ে গেছে ঘন্টা খানেক আগেই, সন্ধ্যে জুবুথুবু হয়ে বসে আছে। আয়ানের আজ ভার্সেটিতে ক্লাস নেই, মাথায় গিজগিজ করা কবিতার শব্দরা জ্বালা দেয়।

কম বয়সী প্রেমিকাকে বাহুডোরে পাওয়ার বাসনায় মত্ত আয়ান ভুলে যায় দিন, ক্ষন, বেলা। সুঠোম দেহী, গভীর চোখের বাসনা এড়িয়ে যাওয়ার সাধ্য নীহার হয়ে উঠে না। কি করেই বা হবে, সে যে ভালোবাসা,হোক না ক্লাস টিচার।


বই - নীল পাখির চিলেকোঠা
লেখা - সালমা বিনতে শামছ
জনরা - গল্পগ্রন্থ। রহস্য রোমান্টিক
প্রকাশনি - নোলক প্রকাশন 
স্টল নং - ৪৫১

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment