কেন আশংকাজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ? 

  • মুহাম্মদ কামাল হোসেন
  • মার্চ ২৪, ২০২১

বহুদিন ধরেই শিশুদের ওপর প্রকাশ্য অপ্রকাশ্য যৌন নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু সাম্প্রতিক সময়ে এর ব্যাপকতা বাড়ছে৷ পত্র পত্রিকা বা টিভি খুললে এমন দিন কমই পাওয়া যায় যেদিন শিশু নির্যাতনের খবর পাওয়া যায় না৷ কিন্তু কেন আশংকাজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ? এর পেছনে কি কারণ থাকতে পারে? সমস্যা সমাধানের জন্য এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা জরুরি৷ সাধারণভাবে কারণগুলোর মধ্যে একটি হলো ব্যাপক সামাজিক অবক্ষয়, নীতি-নৈতিকতার মানদণ্ডগুলির সর্বব্যাপী বিলুপ্তি ও মূল্যবোধের অধঃপতন৷ মানুষ আজীবন তার পারিবারিক শিক্ষাকেই বয়ে বেড়ায়৷ 

সাম্প্রদায়িক, কূপমণ্ডুক, এক পেশে চিন্তা ভাবনা ও শিক্ষার বদলে উদারনৈতিক, ইতিবাচক মানবিক শিক্ষা ও চেতনার বিকাশ ঘটাতে হবে৷ নারীর স্বাতন্ত্র্য, তার মেধা, বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্বকে সমাজ স্বীকার করতে চায় না৷ নারীকে অসম্মান করার যে প্রবণতা তা থেকে বেরিয়ে নারী-পুরুষ সম-মর্যাদার সুষম সমাজ বিনির্মাণ করতে হবে৷ মানুষকে মানুষের মর্যাদা দেওয়া, সম্মান করা, বিনীত থাকা, আত্মকেন্দ্রীকতা থেকে বেরিয়ে এসে একে অন্যের পাশে দাঁড়ানোর যে রীতি আমাদের প্রাত্যহিক জীবনাচরণে তার প্রতিফলন থাকতে হবে।

আরো পড়ুন :  ` আমি কবিতা লিখি না। কবিতার ভেতর আমি বসবাস করি। ‍‍`

এই বদ্ধ পচা বিকারগ্রস্ত সমাজের গায়ে ফুটে ওঠা বিষ ফোঁড়া ফেটে গেছে, গলগল করে বেরিয়ে আসছে দুষিত পুঁজ, তারই লক্ষণ এসব বিকৃত যৌন লালসা, এইসব বিকারগ্রস্ত যৌন আচরণ৷ জীবন আচরণে সুস্থ, স্বাভাবিক যৌনতার চর্চা না থাকলে সেখানে বিকৃতিই জন্ম নেবে৷ শিশু ও নারীদের যখন যৌন বস্তু বিবেচনা করা হয়, তখন সমাজের সদস্যদের মধ্যে অকারণ বিকৃত যৌন কৌতুহল জাগবেই৷ এখান থেকে বেরিয়ে আসার পথ আমাদেরকেই বের করতে হবে। আর নষ্ট করার সময় নেই৷ 

অভিভাবক, শিশু সংগঠন, মানবাধিকার সংস্থা, স্কুল কলেজ, এবং পাড়ার তরুণ-যুবক সবাইকে সম্মিলিতভাবে এই অপরাধ ঠেকাতে এগিয়ে আসতে হবে৷ রাষ্ট্র্র ও সরকারের ভূমিকাও এক্ষেত্রে কম নয়৷ রাজনৈতিক সদিচ্ছার কথাও আমরা সব ক্ষেত্রে বলি৷ রাজনৈতিক মদতে যেন কোনো অপরাধ না হয়, রাজনৈতিক ছত্রছায়ায় যেন অপরাধি লুকাতে না পারে সেরকম সুশাসনের প্রবর্তন করতে হবে৷ মূল থেকে বদলাতে হবে সমাজকে, বাইরে উন্নয়নের ঘনঘটা আর ভেতরে মুখ থুবড়ে কাঁদবে মনুষত্ব্য, মানবিকতা, এমনটা চাই না৷


উপন্যাসের নামঃ অপন্যাস
লেখকঃ মুহাম্মদ কামাল হোসেন
ধরনঃ সামাজিক উপন্যাস
মূল্যঃ ২২০ টাকা (২৫% ছাড়ে ১৬৫ টাকা)
দাঁড়িকমা প্রকাশনী
স্টল নং ৪৫৭

Leave a Comment