মাত্র দুটি উপকরণে বানিয়ে ফেলুন আইসক্রিম ব্রেড

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৩১, ২০২২

মাত্র দুটি উপকরণে বানিয়ে ফেলতে পারবেন আইসক্রিম ব্রেড। মজাদার এই রেসিপি বানানো খুবই সহজ। আসুন জেনে নেই রেসিপি...

উপকরণ:

- ২ কাপ আইসক্রিম,

- সেল্ফ রাইজিং ফ্লাওয়ার ( বেকিং পাউডার ও পরিমাণমতো লবণ এর মিশ্রন)।

প্রস্তুত প্রণালী: ওভেন প্রিহিট করে রাখুন ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে। ২ কাপ আইসক্রিম ভালো করে ফেটিয়ে নিন। মিহি না হওয়া পর্যন্ত ফেটাবেন।

আরো পড়ুনঃ পিরিয়ডের সময় তলপেটে ব্যথার কারণ এবং প্রতিকার !

আইসক্রিমের সঙ্গে দেড় কাপ সেল্ফ রাইজিং ফ্লাওয়ার মিশিয়ে নিন। মিশ্রণটি অ্যাক্টিভ বাটার লাগানো ব্রেড মোল্ড ঢেলে দিন। চাইলে ওপরে কিছু রঙিন স্পিংকেল ছড়িয়ে দিতে পারেন।

৪০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত বেক করুন। পরিবেশন করুন স্লাইস করে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment