বাচ্চার স্বাস্থ্য ঠিক রাখবে গাজর-টমেটো স্যুপ

  • কামরুন নাহার স্মৃতি
  • এপ্রিল ১৯, ২০২২

বাচ্চার খাবারে ভিন্নতা আনুন, একই খাবার বাচ্চাকে বারবার দিলে বাচ্চার খাবারের প্রতি অনিহা সৃষ্টি হবে। এজন্য মাঝেমাঝে নতুন কিছু ট্রাই করুন। বানিয়ে নিতে পারেন গাজর-টমেটো স্যুপ।

উপকরণঃ

- গাজর আধা কাপ (কুচনো),

- টমেটো ১ কাপ (কুচনো),

- তুলসী পাতা ৮/১০টি।

আরো পড়ুনঃ মোবাইল আসক্তি ঘটাচ্ছে সম্পর্কে ভাঙন!

প্রণালীঃ

- ছোট ছোট করে গাজর, টমেটো কুচিয়ে নিন।

- সব সবজি প্রেসার কুকারে দিন, ২/৩ সিটি দিন।

- ঠান্ডা হলে তুলসী পাতা মিশিয়ে আরও ২ মিনিট রান্না করুন।

- বাচ্চার বয়স অনুযায়ী চটকে বা ছেঁকে খেতে দিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment