খাঁটি চা পাতা চিনবেন যেভাবে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ৩, ২০২৩

বাঙালির প্রতিদিনের অভ্যাস এর মধ্যে একটি সকালে চায়ের কাপে চুমুক দিতে খবরের কাগজ পড়া। আপনি হয়তো জানেনই না, যে চা খাচ্ছেন তাতে আদৌ কোন পুষ্টিগুণ আছে কিনা। কেননা চায়ের পাতায় মেশানো রয়েছে ভেজাল।

আসুন জেনে নেওয়া যাক, খাঁটি চা পাতা চেনার উপায়...

- প্রথমে একটি ফিল্টার পেপারে অল্প করে চা পাতা ছড়িয়ে নিন।

- এরপর চা পাতা ও পেপারের ওপর অল্প পানি ছিটিয়ে দিন।

আরো পড়ুনঃ চুল পড়া বন্ধ করবে আমলা তেল

- এবার ফিল্টার পেপারটি ভালো করে ধুয়ে নিন।

- ভেজা কাগজটি আলোর সামনে ধরে পেপারের দাগগুলো ভালো করে পর্যবেক্ষণ করুন।

- চা পাতায় ভেজাল না থাকলে ফিল্টার পেপারে কোন দাগ দেখা যাবে না। আর যদি চা পাতায় ভেজাল থাকে তাহলে কাগজের উপর কালো বা বাদামি রঙের দাগ ফেলবে।

সূত্র: বোল্ডস্কাই

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment