যেকোন ব্যথায় উপকারী লবণ

  • ওমেন্স কর্নার
  • জুলাই ১৭, ২০২৩

দিনভর অনেক ব্যস্ততার পর অনেকেই বিভিন্ন সময় হাত-পায়ের ব্যথায় ভুগেন। তা হতে পারে অবহেলায়। এছাড়া বিভিন্ন সময় চলাফেরা করতে গিয়ে আমাদের পেশীতে টান পরে, সেজন্যও এই ব্যথা অনুভব হয়।

তবে এসব ব্যথার জন্য সব সময় ঔষধের উপর ভরসা করলে হয় না। কারণ ব্যথার ঔষধ বেশি খেলে নানা সমস্যা দেখা দিতে পারে। এই ব্যথার সমাধান মিলতে পারে লবণে। খেয়াল করে দেখবেন যখন সমুদ্রে লবণ পানিতে গোসল করেন তখন নিজেকে অনেকটাই চাঙ্গা মনে হয়। তার একটি কারণ সমুদ্রের পানিতে লবণের উপস্থিতি। প্রতিদিনের গোসলের পানিতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে দেখতে পারেন উপকার।

লবণ পানিতে গোসল করার উপকারিতা

রক্ত সঞ্চালন বাড়ে

রক্ত সঞ্চালন স্বাভাবিক ও সচল রাখতে গোসলের পানিতে মিশিয়ে নিন এক চামচ লবণ। এতে মানসিক চাপও কমে। সারা দিনের পরিশ্রম শেষে বাড়ি ফিরে লবণ পানিতে গোসল করলে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হবে নিমেষে।

আরো পড়ুন: ৩ স্বাদে স্বাস্থ্যকর কাবলি ছোলার সালাদ

বয়স ধরে রাখতে সাহায্য

বার্ধক্য স্বাভাবিক এবং অনিবার্য। তবে রোজের নানা অনিয়মে সময়ের আগেই অনেকের ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। অকালে ত্বকে বলিরেখা পড়ে যায়। রোজ লবণ পানিতে গোসল করলে ত্বকের উজ্জ্বলতা ফেরে, ত্বক টানটান হয়। ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও লবণ পানি উপকারী।

প্রদাহ কমায়

অনেকের ত্বক গরমেও শুষ্ক দেখায়। ফলে সারা বছর ত্বকে সংক্রমণ, র‌্যাশ, ফুসকুড়ির সমস্যা হয়। এ ক্ষেত্রে লবণ পানিতে গোসল করলে সমস্যা সমাধান হতে পারে।

আরো পড়ুন: পরোটা হবে স্বাস্থ্যকর, জেনে নিন ৬ টিপস

শরীরে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ হয়

বয়স বাড়ার সাথে শরীরে খনিজের ঘাটতি হয়। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়, ফলে হারের ক্ষয়, আর্থারাইটিসে আক্রান্ত হয়। লবণ পানিতে গোসল করার অভ্যাস শরীরে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ করে। ফলে বাত বা আর্থ্রাইটিসের ব্যথাও দূর হয়।

ঘুম ভাল হয়

অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। রাতে ঘুমোনোর আগে লবণ পানিতে গোসল করে দেখতে পারেন, উপকার পাবেন।

সূত্র: চ্যানেল আই অনলাইন 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment