কেক বানাতে কত ইঞ্চি মোল্ডে,কত ইঞ্চি বোর্ড , বক্স ও ব্যাগ লাগে?

  • ওমেন্স কর্নার
  • জুলাই ২৬, ২০২৩

৬" মোল্ডে যদি কেক বেক করেন, সেক্ষেত্রে ৭ অথবা ৭.৫" বোর্ড ব্যবহার করবেন। এইভাবে ৭,৮,৯,১০ প্রতিটি মোল্ডের ১ থেকে দেড় ইঞ্চি বড় বোর্ড ব্যবহার করবেন তাহলেই পারফেক্ট হবে। ৬" মোল্ডে বেক এবং ৭/৭.৫" বোর্ডে ডেকোরেশন করা কেক এর জন্য ৮" সাইজের কেক বক্স ব্যবহার করবেন।  ৮" বক্সের জন্য ৯" সাইজের কেক ব্যাগ করবেন। কেক ব্যাগ ব্যবহারে, কেক ক্যারি করা সহজ হয়। কেকের তুলনায় বক্স বড় হয়ে গেলে কেক সরে যাওয়ার এবং ঝাঁকি খাওয়ার চান্স বেশি থাকে। 

আরো পড়ুন:

গলায় মাছের কাঁটা বিঁধেছে? জেনে নিন ৫ সমাধান

পেপার টাওয়েলের ৭ ব্যবহার জেনে নিন 

চিনির বদলে শরবত বানাতে কী ব্যবহার করবেন?

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment