 
                                    বাচ্চাদের জন্য মজাদার ভেজিটেবল স্যান্ডউইচ তৈরীর রেসিপি
- ওমেন্স কর্নার
- মার্চ ১২, ২০২৪
ছোট-বড় সবাই স্যান্ডউইচ খেতে পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা টিফিনে বা বিকেলের নাশতায় স্যান্ডউইচ খেতে চায়। তবে খাবার প্রস্তুতের আগে স্বাস্থ্যের কথা বিবেচনায় নিতে হবে। আজ আমরা আপনাদের জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে ভেজিটেবল স্যান্ডউইচ তৈরি করবেন।
উপকরণ:
১. সেদ্ধ মুরগির মাংস
২. আধা কাপ বাঁধাকপি কুচি
৩. অল্প সাদা গোলমরিচের গুঁড়ো
৪. আধা কাপ মেয়নেজ
৫. পরিমাণমতো লবণ
৬. পাউরুটি
৭. লেটুস পাতা
৮. টমেটো ফালি
আরো পড়ুন:
ডিম-টমেটো দিয়ে বানান মজার নাস্তা
মাত্র তিন উপকরণে বানিয়ে ফেলুন স্প্যানিশ অমলেট
বাচ্চাকে দিন ফল-চিড়ের সেরেলাক
প্রস্তুত প্রণালি:
প্রথমে সেদ্ধ মুরগির মাংসগুলো ঝুরি করে নিয়ে তার সাথে আধা কাপ বাঁধাকপি কুচি, অল্প সাদা গোলমরিচের গুঁড়ো, আধা কাপ মেয়নেজ ও পরিমাণমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তারপর পাউরুটিগুলো সুন্দর করে কেটে তার উপর লেটুস পাতা, টমেটো ফালি ও মসলায় মেশানো মাংসগুলো দিয়ে সুন্দরমতো স্যান্ডউইচ তৈরি করে নিতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার ভেজিটেবল স্যান্ডউইচ। এবার সাজিয়ে পরিবেশন করুন।

 
                                                   
                                                   
                                                  



