কাতলা মৌরি রান্নার রেসিপি 

  • ওমেন্স কর্নার
  • মার্চ ২৪, ২০২৪

কাতলা মাছের এই অভিনব রান্নাটা গরম ভাতের সাথে একেবারে অনবদ্য। এই অভিনব জিভে জল আনা মাছের পদটি যা দৈনন্দিন জীবনে তো বটেই এমনকি যে কোনো অনুষ্ঠানেও অভিনবত্বের দাবিদার।

উপকরণ:

২ টুকরো কাতলা মাছ
১/২ চামচ মৌরী শুকনো খোলায় ভেজে গুড়ো করা
১ টি শুকনো লঙ্কা
১ টি তেজপাতা
৩চা চামচ পেঁয়াজ বাটা
১/২চা চামচ রসুন বাটা
১/২ চামচ আদা বাটা
২টেবিল চামচ টকদই
১/২চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
১/২ চা চামচ ধনে গুড়ো
স্বাদমতো নুন
১/৪ চা চামচ চিনি
১/২্চা চামচ গরম মসলা গুড়ো
২ টি কাঁচালঙ্কা
পরিমাণমত তেল
১চা চামচ ধনেপাতা কুচি
১চা চামচ ঘি
পরিমাণমত জল
আরো পড়ুন:
বাসায় বসে তৈরি করুন স্পাইসি লেমন চিংড়ি
শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ তৈরীর রেসিপি 
শোল মাছের দোপেঁয়াজা রান্নার রেসিপি

রান্নার নির্দেশ সমূহ:

মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ গুড়ো মাখিয়ে নিন । এবার একটি কড়াইয়ে পরিমাণমত তেল গরম করে নিন । গরম তেলে নুন হলুদ গুড়ো মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে ভেজে নিন এবং পাশে তুলে রাখুন। এবার ওই তেলেই ১ টি শুকনো লঙ্কা এবং ১ টি তেজপাতা ফোড়ন দিন ।

এরপর ৩ চামচ পেঁয়াজ বাটা, ১/২ চামচ রসুন বাটা, ১/২ আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিন । এবার একটি বাটিতে টকদই, হলুদ গুঁড়ো স্বাদমতো নুন, চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে কড়াইতে ঢেলে দিন । এরপর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মসলাটা আবারও ভালো করে কষিয়ে নিন । যখন মসলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন পরিমাণমত জল দিন ।

এবার ভাজা মৌরী গুঁড়ো এবং গরম মসলা গুঁড়ো দিয়ে জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিন । কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিন । কিছুক্ষণ পর ঢাকা খুলে ১ চামচ ধনেপাতা কুচি এবং ১ চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন । গরম ভাতের সাথে পরিবেশন করুন কাতলা মৌরী ।

পোস্ট ক্রেডিট: Cookpad

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment