নিরামিষ মুগ ডাল রান্নার রেসিপি

  • ওমেন্স কর্নার
  • এপ্রিল ১০, ২০২৪

অনেকেই মুগ ডাল খেতে খুব পছন্দ করেন। আজ দেখে নিন নিরামিষ মুগ ডাল রান্নার রেসিপি-

উপকরণ: 

১ কাপ মুগ ডাল
১ কাপ সবজি কুচি
১/৪ চা চামচ আদা বাটা
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ কাঁচা মরিচ বাটা
১/৪ চা চামচ জিরা
১ টা তেজপাতা
স্বাদ মত নুন ও চিনি
পরিমাণ মত তেল। 
আরো পড়ুন:
মজাদার আচারি সবজি রেসিপি 
কোন খাবার কেমন সেদ্ধ করে খাবেন,নিয়ম জানেন?
মেথি ডাল তৈরির রেসিপি

প্রণালী:

প্রথমে ডাল ভাল শুকনো খোলায় ভেজে তুলে ধুয়ে ফেলুন। তেল গরম করে তাতে জিরা, তেজপাতা দিয়ে দিন এবং সবজি দিয়ে ভালো করে ভাজুন। নুন, হলুদ আদা,কাঁচা মরিচ বাটা ও ধনে গুঁড়ো মিশিয়ে নিন। জল দিয়ে ফুটতে দিন। সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিন এবং পরিবেশন করুন। 

পোস্ট ক্রেডিট: Cookpad
ছবি: 1Minute Newz

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment