উপকারী আদা ডিটক্স চা বানানোর রেসিপি 

  • ওমেন্স কর্নার
  • মে ৫, ২০২৪

অতিরিক্ত খাওয়ার পরে হাঁসফাঁস লাগছে? খেতে পারেন আদা ডিটক্স চা। মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলা যায় এই চা। আদার ডিটক্স চা ওজন কমানোর জন্যও দারুণ। এছাড়া ঠান্ডা-কাশির উপসর্গ ও গলা খুসখুসে ভাব কমাতে ভীষণ কার্যকর এই চা। জেনে নিন কীভাবে ডিটক্স চা বানাবেন। 

যা যা লাগবে:
  • দেড় ইঞ্চি আদা
  • ৬ কাপ পানি
  • ১ টেবিল চামচ সবুজ চা পাতা
  • ২ টেবিল চামচ মধু
  • ১ টেবিল চামচ মৌরি বীজ
  • ১ টেবিল চামচ আজোয়ান 
  • ৫টি লেবুর টুকরো। 
আরো পড়ুন:
পুদিনা লেবুর শরবত বানাবেন যেভাবে
তেতুল গুড়ের পানি এই গরমে দেবে প্রশান্তি
লাচ্ছি-মাঠা-লাবাংয়ের পার্থক্য জেনে নিন 
বিশ্বের সেরা স্বাদের ৫ আইসক্রিম সম্পর্কে জেনে নিন 
যেভাবে বানাবেন:

আদা ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। গ্রেট করা আদাসহ পানি বসিয়ে দিন চুলায়। মৌরি বীজ ও আজোয়ান যোগ করুন। ঢাকনা দিয়ে ঢেকে পানি ফুটতে দিন। পানি কমতে শুরু করলে আঁচ বন্ধ করুন এবং ১ টেবিল চামচ গ্রিন টি দিন। লিকার ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন। চা ছেঁকে লেবুর টুকরো এবং মধু মিশিয়ে উপভোগ করুন গরম গরম আদা ডিটক্স চা।  

পোস্ট ক্রেডিট: banglatribune

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment