সহজ রেসিপিতে কোল্ড কফি বানাবেন যেভাবে

  • ওমেন্স কর্নার
  • মে ৯, ২০২৪

রেস্টুরেন্টের মতো চমৎকার স্বাদে ঘরেই বানিয়ে ফেলতে পারেন কোল্ড কফি। জেনে নিন কীভাবে বানাবেন।

একটি গ্লাসে ইনস্ট্যান্ট কফি নিন ২ টেবিল চামচ। এর সঙ্গে ৪ টেবিল চামচ কুসুম গরম পানি মিশিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হতে দিন। ব্লেন্ডারে দেড় কাপ ঠান্ডা তরল দুধ ও স্বাদ মতো চিনি দিয়ে ব্লেন্ড করুন। চিনি গলে গেলে কফির মিশ্রণ দিন। ৪ টেবিল চামচ হেভি ক্রিম অথবা গুঁড়া দুধ দিন।

আরো পড়ুন:
তিন স্বাদের চা বানানোর রেসিপি 
সহজ রেসিপিতে বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
উপকারী আদা ডিটক্স চা বানানোর রেসিপি 
বিশ্বের সেরা স্বাদের ৫ আইসক্রিম সম্পর্কে জেনে নিন 

কয়েকটি আইস কিউব ও ৪ স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিন। শেষে ৪ টেবিল চামচ চকলেট সিরাপ দিয়ে ১ মিনিট ব্লেন্ড করে নিন মাঝারি স্পিডে। গ্লাসে ঢেলে হুইপড ক্রিম, চকলেট সিরাপ ও কোকো পাউডার দিয়ে পরিবেশন করুন কোল্ড কফি। 

তথ্যসূত্র: banglatribune 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment