ফেলে দেওয়া সাবান যেভাবে কাজে লাগাবেন

  • ওমেন্স কর্নার
  • জুন ৫, ২০২৪

সাবান ব্যবহার করতে করতে পাতলা হয়ে গেলে বেশিরভাগ সময়ই তা ফেলে দেওয়া হয়। কিন্তু যদি জানেন যে ফেলে দেওয়া ওই সবানগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারবেন একটি বড় সাবান তাহলে নিশ্চই আর সাবান ফেলবেন না। তাহলে এখনি বাতিল সাবন দিয়ে বানিয়ে নিন একটি নতুন সাবান।

কিভাবে বাতিল সাবান কাজে লাগাবেন জেনে নিন-
ত্বকে ব্যবহারের সাবান

প্রথমে একটি স্টিলের পাত্রে ৮ থেকে ১০ টুকরা বাতিল সাবান নিন। এবার চুলায় একটি বড় পাত্রে পানি গরম দিন। পানি ফুটে উঠলে সাবানসহ স্টিলের পাত্রটি পানির ওপরে দিয়ে দিন। সবান গলে গেলে ওয়ান টাইম ব্যবহারের কাপ বা গ্লাসে ঢেলে দিন। মিশ্রণটির সঙ্গে গ্লিসারিন ও ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে কয়েকবার ঝাঁকি দিয়ে মসৃণ করে নিন। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে গ্লাস থেকে বের করে নিন নিজের বানানো সাবান।

আরো পড়ুন:
মাছের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ?
ক্যাস্টর অয়েলের এই ৭ ব্যবহার ও উপকারিতার কথা জেনে নিন 
টিফিন বক্সের ভ্যাপসা গন্ধ দূর করার ৫ উপায় জেনে নিন 
ননস্টিক পাত্রে রান্না করা কি নিরাপদ?
কাপড় ধোয়ার সাবান

ত্বকে ব্যবহারের সাবান তৈরীর পদ্ধতি অনুযায়ী একইভাবে কাপড় ধোয়ার সাবানও বানিয়ে নিতে পারেন। এ ছাড়াও কাপড় ধোয়ার ডিটারজেন্টের বিকল্প হিসেবে সাবান শুকিয়ে গুঁড়া করে শুকিয়ে নিতে পারেন।

পোস্ট ক্রেডিট: জুম বাংলা  
ছবি: সময় টিভি 

 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment