জেনে নিন কয়েকটি সবজির অসাধারণ গুনাগুন
- ফারজানা আক্তার
- এপ্রিল ৩, ২০১৮
বাঁধাকপির গুনাগুন :
- রক্ত স্বল্পতা দূর করে।
- তারুণ্য ধরে রাখে।
- হাড় ভালো রাখে।
- ওজন কমাতে সাহায্য করে।
ঢেঁড়শ :
- ত্বকের জন্য উপকারী।
- রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়ায়।
- রক্ত শূন্যতা দূর করে।
- হাড় মজবুত করে।
ফুলকপির গুনাগুন :
- ক্যান্সার প্রতিরোধ করে।
- হজমে সাহায্য করে।
- হৃদপিন্ড সুস্থ রাখে।
- দেহের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটায়।