শুকনো গোলাপের পাপড়ির দারুন ব্যবহার

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ৭, ২০২০

 ১. শুকনো গোলাপের পাপড়ির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে চমৎকার ফেসপ্যাক তৈরি করা যায়।

২. শুকনো গোলাপের পাপড়ি থেকে তৈরি করা গোলাপজল ত্বকের যত্নে ও ত্বক পরিষ্কার করতে দারুণ কার্যকর।

৩. শুকনো ও গুঁড়া করা গোলাপের পাপড়ি পানিতে মিশিয়ে ক্ষতস্থানে ব্যবহার করলে ক্ষতস্থান দ্রুত ভালো হয়।

আরো পড়ুনঃ দৃষ্টিশক্তি বাড়ায় কচু শাক

৪. শুকনো গোলাপের পাপড়ি গুঁড়া দুধের সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে পান করলে এসিডিটি ও স্টমাক আলসারের সমস্যা কমে যায়।

৫. শুধু অ্যাসিডিটির সমস্যায় নয়, ডায়রিয়ার প্রকোপ কমাতেও উপকারী শুকনো গোলাপের পাপড়ি।

৬. ডায়রিয়ার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে উপকারী ভূমিকা রাখে শুকনো গোলাপের পাপড়ির গুঁড়া।

আরো পড়ুনঃ ডায়াবেটিস নিয়ন্ত্রণে খেতে পারেন এই খাবারগুলো

৭. হারবাল চা তৈরিতে শুকনো গোলাপের পাপড়ি ব্যবহার নতুন কিছু নয়। বিভিন্ন মসলার সংগীত শুকনো ১ বা ২ টি পাপড়ি বা পাপড়ি গুঁড়া ব্যবহারের এসিডিটির সমস্যা সহ দাঁতের ক্যাভিটি বা ক্ষয় রোধ করা সম্ভব।

৮. গলা ব্যথা অথবা অতিরিক্ত কাশি ও কাশির ফলে গলার ভেতরে চলে যাওয়ার মতো জ্বলুনি ভাব কমাতে চাইলে গোলাপের পাপড়ি পানিতে জ্বাল দিয়ে ছেঁকে সেই পানিতে গার্গল করতে হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment