তেঁতুলের চা রেসিপি

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ১২, ২০২০

তেঁতুল চা

উপকরণঃ

- তেঁতুল ২ টি

- বিটলবণ স্বাদমতো 

- কাঁচা মরিচ কুচি ১/২ চা চামচ

- চা পাতা আধা চা চামচ

আরো পড়ুনঃ আপনার চুলের ধরন অনুযায়ী হেয়ার প্যাক !

প্রণালীঃ

তেঁতুলে অল্প পানি দিয়ে হাত দিয়ে তেঁতুলের মাড় বের করে নিন। চুলায় ২ কাপ পানি দিন। ১ কাপ এর চেয়ে একটু বেশি পানি থাকতে তেঁতুলের মাড় ঢেলে দিন।

১ মিনিট পর চিনি, কাঁচা মরিচ, বিটলবণ স্বাদমতো দিন। ভালোভাবে নাড়া দিন। ছেকে নিন। তৈরি হয়ে গেল তেঁতুল চা, এখন পরিবেশন করতে পারেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment