আপনার কেনা ডিম টাটকা না বাসি ?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • অক্টোবর ২৫, ২০১৭

আপনি যখন দোকানে সবজি, মাছ , মাংস কিংবা ডিম কিনতে যান, দোকানদার সবসময় বলে, "একদম টাটকা! নিয়ে যান "। দোকানদারের কথা মেনে নিয়েই আপনাকে প্রয়োজনীয় দ্রব্যটি কিনে আনতে হয়।

চলুন আজ জেনে নেয় টাটকা ডিম চেনার উপায়।

ডিম কিনে এনে একটি গ্লাসে কিংবা পাত্রে পানি নিয়ে সেটাতে ডিম ডুবিয়ে রাখুন। ডিম যদি টাটকা হয়, তাহলে সেটা পানিতে ডুবে যাবে।  ডিম বাসি হলে পানিতে ভেসে উঠবে। 

Leave a Comment