বাঁধাকপির রোগ এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা ও ফলন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ২৫, ২০২১

পোকামাকড় ব্যবস্থাপনা: এদেশে বাঁধাকপির সবচেয়ে ক্ষতিকর পোকা হলো মাথা খেঁকো লেদা পোকা। নাবী করে লাগালে সরুই পোকা বা ডায়মন্ড ব্যাক মথ বেশি ক্ষতি করে। বীজ উৎপাদনের জন্য চাষ করলে পুষ্পমঞ্জরীকে জবপোকার হাত থেকে রক্ষা করতে হবে।

অন্যান্য পোকার মধ্যে ক্রসোডলমিয়া লেদা পোকা, বিছা পোকা, ঘোড়া পোকা ইত্যাদি মাঝে মাঝে ক্ষতি করে থাকে।

রোগ ব্যবস্থাপনা: বাঁধাকপির পাতায় দাগ ও কালো পচা রোগের প্রধান সমস্যা। এ ছাড়া চারা ধ্বসা বা ড্যম্পিং অফ, মাথা পচা বা গ্রে মোল্ড, ক্লাব রুট বা গদাই মূল, মোজেইক, পাতার আগা পোড়া ইত্যাদি রোগ‌ও হয়ে থাকে।

আরো পড়ুনঃ আপনি কেন আগে সরি বলবেন ?

ফসল সংগ্রহ ও ফলন: চারা রোপণের ৯০-১০০ দিন পর বাঁধাকপি সংগ্রহ করা যাবে। প্রতিটি বাঁধাকপি গড়ে ২-২.৫ কেজি হয়ে থাকে। ফলন এক শতকে ১৫০-১৬০ কেজি, একরে ২০-২৫ টন, প্রভাতি জাতের ফলন ৫০-৬০ টন/হেক্টর।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment