টমেটোর চাটনি বানিয়ে নিন খুব সহজে

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ১২, ২০২১

উপকরণঃ

 - টমেটো ৪টি,

- পেঁয়াজ ১টি,

- রসুন কোয়া ৪-৫ টি কুচি,

- কাঁচামরিচ ৩-৪ টি কুচি,

- ধনেপাতা কুচি ২ টেবিল চামচ,

- তেল ২ টেবিল চামচ,

আরো পড়ুনঃ ঘুমের ঔষধ ছাড়া ঘুম হয় না? জেনে নিন এর পার্শ্ব প্রতিক্রিয়া

- লবণ স্বাদমতো।

প্রণালী: প্রথমে প্যানে তেল গরম করে রসুনকুচি দিয়ে একটু নেড়ে পেঁয়াজকুচি দিন। নরম হওয়া পর্যন্ত নাড়ুন। এরপর একে একে কাঁচামরিচ কুচি, টমেটো ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন।

মাঝারি আঁচে ৫ মিনিট গলে যাওয়া রান্না করুন। এবার ঢাকনা তুলে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন। পরিবেশন করুন পোলাও, বিরিয়ানি বা সাদা ভাত দিয়ে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment