কোন কোন রোগীদের কিউই খাওয়া উচিত

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ১০, ২০২১

কিউই ফল স্বাদ এবং গুণের জন্য অনন্য। আসুন জেনে নেই কিউই ফল কোন কোন ব্যক্তির খাওয়া উচিত...

- হাঁপানি রোগীদের কিউই খাওয়া উচিত কারণ কিউইতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলি হাঁপানি নিরাময়ে উপকারী।

- যে সমস্ত লোকের হৃদরোগ সম্পর্কিত সমস্যা রয়েছে তাদের প্রতিদিন কিউই গ্রহণ করা উচিত।

আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে ত্বকে নিয়ে আসুন এক্সট্রা গ্লো

- কিউইতে ভিটামিন সি, ভিটামিন কে উপস্থিত আছে যা ক্যানসার এবং উচ্চ রক্তচাপ জনিত রোগগুলিকে কাটিয়ে উঠতে সহায়তা করে।

- যদি কোন ব্যক্তির খাবার হজমে সমস্যা হয় বা হজম সম্পর্কিত সমস্যা হয়। এক্ষেত্রে কিউই ফল প্যানাসিয়ার মত কাজ করে। হজমের সমস্যা কাটিয়ে উঠতে সঠিক পরিমাণে কিউই খান।

- কিউই খাওয়া আলসার রোগীদের জন্য খুব উপকারী। কিউই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। যা আলসার সমস্যা দূর করে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment